Q/A
বদর যুদ্ধের প্রথম শহীদ কে ছিলেন?
বদর যুদ্ধের প্রথম শহীদ হলেন মিহজা ইবনে সালেহ রাদিয়াল্লাহু আনহু।
তিনি ছিলেন ইয়েমেনের অধিবাসী। মক্কায় দাস হিসেবে তাকে নিয়ে আসা হয়।
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাঁকে কিনে মুক্তি দান করেন।
বদর যুদ্ধ শুরু হবার সাথে সাথে তিনি বলেন- “আমি মিহজা। আমি আমার রবের কাছে প্রত্যাবর্তন করছি।”
এই বলে তিনি যুদ্ধে ঝাপিয়ে পড়েন এবং শাহাদাতবরণ করেন।