Keu Valobashe na By Gazi Anas Rawshan Bangla Gojol Lyrics

কেউ ভালোবাসেনা – Keu Valobashe na গজলটি গেয়েছেন গাজী আনাস রওশন এবং লিখেছেন ইয়াকুব আল-হাসান।
Title : Keu Valobashe na
Artist : Gazi Anas Rawshan
Lyrics : Yakub Al Hasan
Tune : Nabil Adnan
Sound Design : Salman Sadik Saif
Audio & Video : Heaven Tune
Producer : Gazi Anas Rawshan
Diractor : Boni Amin
Production : Heaven Tune
এখন আর মনথেকে কেউ ভালো বাসেনা
প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে আসেনা।
মানুষ আজ হয়ে গেছে বড়-ই আজিব—
কারো সুখ দেখে কেউ প্রাণ খুলে হাসেনা ||
প্রয়োজনে কাছে আসে ভালোবাসে খুব
স্বার্থ ফুরালে দেয় আঁধারেই ডুব।
গীবতের ছড়াছড়ি চারিদিকে আজ—
দুর্দিনে দূরে রয় কেউ পাশে আসে না ||
মানুষের মাঝে আজ গিরগিটি রূপ
ঠিক-ভুল সবকাজে থাকে সদা চুপ।
চোখে দেখে তবু করে না দেখার ভান—
ন্যায় কিবা অন্যায় তা-ও ধার ধারে না ||
অন্তর জুড়ে এত হিংসা ও জেদ
পিছুটানে দুশমন লাগিয়ে বিভেদ।
করছে হৃদয়ে যারা নেফাকের চাষ
বরবাদ সব আমল সবকিছু নাশ।
বিচার দিবসে তারা হবে অসহায়—
রাসুলের শাফায়াত কভু পাবেনা ||