Shopno Majhe Bangla Gojol Lyrics

Shopno Majhe – স্বপ্ন মাঝে নাশিদটি গেয়েছেন মারুফ মোহাম্মদ জিসান এবং নাশিদটি লিখেছেন মাহমুদ এইচ এম এবং আকরাম সারয়ার।
শর্ট ফিল্ম “Akangkha – আকাংখা” এর প্রাণময় থিম সং।
Singer: Maruf Muhammad Jisan (MMJ)
Lyrics: Mahmud HM & Akram Sarwar
Tune: Mahmud Abdul Kadir
Mix & Master: Maruf Muhammad Jisan
Film : Mahmud HM
তোমায় ভেবে ঘুমিয়ে পড়ি, বসে ভাবি একা।
রাসুল তুমি দাও আমারে, স্বপ্ন মাঝে দেখা।
প্রিয় নাবী দাও আমারে, স্বপ্ন মাঝে দেখা।
সরদারে জাহান তুমিতো মহান সুরাতে সীরাতে।
ঘোর আঁধারে চাঁদ উঠিলো মরু সাহারাতে।
ভালোবাসার নাম মুহাম্মদ কলিজাতে লেখা।
প্রিয় নাবী দাও আমারে, স্বপ্ন মাঝে দেখা।
নিঝুম রাতে সঙ্গোপনে নিত্য কাঁদি আমি
মন পাখির এই ছটফটানি চলে দিবাযামি
নূরের বদন চাই চুমিতে যখন পাবো দেখা (ঐ)
প্রিয় নাবী দাও আমারে, স্বপ্ন মাঝে দেখা।
দেখলে তোমায় উঠবে হৃদে মুনাওয়ার এক চাঁদ
ক্ষণে ক্ষণে বলবো উঠে, ইশকে নবী জিন্দাবাদ
আকাঙ্খাতে বুক বেঁধে রই, পাবো তোমার দেখা।
প্রিয় নাবী দাও আমারে, স্বপ্ন মাঝে দেখা।