Songjome Hok Ramadan By Gazi Anas Rawshan Gojol Lyrics

সংযমে হোক রমাদান | Songjome Hok Ramadan গাজী আনাস রওশনের নতুন রমাদানের গজল, রমাদানের এই নতুন গজলটি লিখেছেন রাফিকুল ইসলাম শাবুল।
Title : সংযমে হোক রমাদান | Songjome Hok Ramadan
Artist : Gazi Anas Rawshan
Lyrics : Rafiqul Islam Shabul
Tune : Nabil Adnan
Sound Design : Salman Sadik Saif
Audio & Video : Heaven Tune
Producer : Gazi Anas Rawshan
Video Director : Bonie Amin
Production : Heaven Tune
হৃদয় শীতল করতে এল রমাদান
নিজ হাতে মালিক দিবে তার প্রতিদান
নবীর উম্মত মুসলমান
সাচ্চা করে নাও ঈমান
পেতে রবে এর প্রতিদান
সংযমে হোক রমাদান ||
এক ফালি চাঁদ দিল হাসি
এক ফালি চাঁদ দিল হাসি
রমজানেরই বুক জুড়ে
রহমত বরকত মাগফিরাত কোরআন বলে নিজ সুরে
দূরে দূরে নয় দূরে
সিয়াম রাখো বুক জুড়ে
দূরে দূরে নয় দূরে
সিয়াম রাখো বুক জুড়ে
তোফা মা খারাপ নূরে
নেক সুরে গাও রমাদান
নেক সুরে গাও রমাদান
নবীর উম্মত মুসলমান
সাচ্চা করে নাও ঈমান
পেতে রবে এর প্রতিদান
সংযমে হোক রমাদান ||
রহমতেরই ঝর্ণা ঝরে
রোজাদাররা দেখতে পায়
রোজা বিহীন মানুষগুলো
অন্ধ হয়ে রয়ে যায়
অন্ধ হয়ে রয়ে যায়
অন্ধ হয়ে রয়ে যায়
দিলেন রহমত ১০ রমজানে
দিলেন রহমত ১০ রমজানে
মাখলুকাতে মেহেরবান
নবীর উম্মত মুসলমান
সাচ্চা করে নাও ঈমান
পেতে রবে এর প্রতিদান
সংযমে হোক রমাদান
বরকতেরই রোশন নূরে
ফুলের দোলে পাখির সুরে ||
কুল মাখলুকে সেজদা রত
গাই রবের গান
মাগফেরাতের গুজার করি
আধার চিরে নূর দিয়ে
বেলা শেষে আমল পেয়ে
জিতে যাবে এইহিয়ে
জিতে যাবে এইহিয়ে
জিতে যাবে এইহিয়ে
তালাস বিনে কদরের রাত
তালাস বিনে কদরের রাত
পেয়ে যাবে মুসলমান
নবীর উম্মত মুসলমান
সাচ্চা করে নাও ঈমান
পেতে রবে এর প্রতিদান
সংযমে হোক রমাদান
এক ফালি চাঁদ দিল হাসি
এক ফালি চাঁদ দিল হাসি
রমজানেরই বুক জুড়ে
রহমত বরকত মাগফিরাত কোরআন বলে নিজ সুরে
দূরে দূরে নয় দূরে সিয়াম রাখো বুক জুড়ে
দূরে দূরে নয় দূরে সিয়াম রাখো বুক জুড়ে
তোফা মা খারাপ নূরে
নেক সুরে গাও রমাদান
নেক সুরে গাও রমাদান
নবীর উম্মত মুসলমান
সাচ্চা করে নাও ঈমান
পেতে রবে এর প্রতিদান
সংযমে হোক রমাদান