Writing

রিয়া লোক দেখানো ইবাদত

কমন মিস্টেকস ইন রামাদান – রিয়া লোক দেখানো ইবাদত

রমজান মাসে এবং তাদের সিয়ামে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে তার মধ্যে একটি হল লোক দেখানো আমল। তারা এই ভালো কাজগুলো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করে না, যদিও তারা তা দাবি করে। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন রিয়া থেকে আমাদের রক্ষা করেন। রিয়া শব্দটি এসেছে রাআ থেকে – যার অর্থ অন্যকে দেখানো। যারা এই ধরনের কপটতা বা ভন্ডামি করে, তাদের ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন –

يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذۡكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلًا
আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে।
[৪:১৪২]

দেখুন, রমজান মাসে আপনি যখন মসজিদে এসে তারাবির নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার নিয়ত যেন হয় আন্তরিক –

وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ
আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন আল্লাহর ‘ইবাদাত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়; আর এটিই হল সঠিক দীন।
[৯৮:৫]

আপনি কি দান খয়রাত করছেন, মসজিদ, এতিমখানায় পৃষ্ঠপোষকতা করছেন, বা রমজান মাসে আপনার এলাকায় খাবার সরবরাহ করছেন – লোকেরা আপনাকে একজন পরোপকারী, এবং উদার ব্যক্তি হিসেবে জানবে- এই জন্য?
যাতে প্রত্যেকে আপনার ভালো কাজগুলো দেখতে পায়, এবং আপনার ভালো কাজের সাক্ষী হয়ে থাকে – এটাই কি আপনার মূল লক্ষ্য?

তবে এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই – বাহ্যিক ধর্মীয় অনুশীলনে কোন বাধা নেই। যেমন ধরুন আপনি কোন দাতব্য কাজ করছেন, মাঝে মাঝে আপনি তা প্রকাশ করতে পারেন অন্যদের অনুপ্রাণিত করার জন্য। আপনাকে দেখে যেন অন্যরাও ভালো কাজে যোগ দেয়, লোকেরা আপনার প্রশংসা করবে সেই উদ্দেশ্যে নয়। যে কোনো ভালো কাজের পিছনে মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন।

শায়খ মুহাম্মদ সাফওয়াত নুরুদ্দিন বলেছেন, পানিতে যে বরফকুণ্ড ভাসে আমরা কেবল তার চূড়াটা দেখতে পাই, পানির নিচে বরফকুণ্ডের বিশাল অংশটা আমরা দেখতে পাই না। বাহ্যিকভাবে আপনি যে ভালো কাজগুলো করেন তা যেন সেই বরফ কুন্ডের চূড়া হয়, কিন্তু পানির নিচে যেন থাকে আপনার অন্য সব ভালো কাজ এবং তা যেন থাকে জনসাধারণের অলক্ষে। কিছু ভালো কাজ আছে বাহ্যিক, যেমন আপনি মসজিদে সালাত আদায় করলে তা সবাই দেখতে পায়। মসজিদ রং করার জন্য এবং এর কার্পেট বদলানোর জন্য মসজিদে আপনার নামে একটি ফলক থাকতে পারে, বা লাইব্রেরীতে আপনার অনুদানের জন্য এবং পরবর্তীতে বহু প্রজন্ম তা ব্যবহারের জন্য লাইব্রেরী কর্তৃপক্ষ আপনাকে সম্মাননা দিতেই পারে, এসব সবই ঠিক আছে।

বাহ্যিক ইবাদতে কোন অসুবিধা নেই, কিন্তু ভুলটা কখন হয় জানেন?
আপনার নিয়তে- যদি আপনি লোক দেখানোর উদ্দেশ্যে ভাল কাজগুলো করেন। আল্লাহ যেন এই রমজান মাসে আমাদের রোজাকে সবার সাক্ষী করেন, কিন্তু গোপনীয়তার সাথে এমন কিছু করার তৌফিক দেন যা আরো মূল্যবান। আমরা প্রকাশ্যে যা দান করি, আল্লাহ যেন আমাদেরকে গোপনে তার চেয়ে আরো বেশি দান করার তৌফিক দেন, আল্লাহ যেন রমজান মাসে আমাদের মধ্যরাতের নামাজকে আমাদের সম্প্রদায়ের সাক্ষী করেন, এবং সেই সাথে বাকি এগারো মাস নিভৃতে ঘরের কোনায় তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করেন।
আল্লাহুম্মা আমীন!

মূল: শাইখ ওয়ালীদ বাসাইউনি

লিখেছেন

Picture of ফাহমিনা হাসানাত

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture