Video
Shohidi Kafelar Bir Senani Bangla Gozol Lyrics
শহীদি কাফেলার বীর সেনানী বাংলা গজল লিরিক্স এই সুন্দর গজলটি গেয়েছেন আসিম আল হিন্দি।
Song: ❝শহীদি কাফেলার বীর সেনানী❞
Lyric & Tune: Collected
Cover Singer: Aasim Al Hindi
Sound Design: Usama Mahdi
Record Level: Ummah Studio
Video: Adnan Hasan
শহীদি কাফেলার বীর সেনানী
ভূলিনি তোমাদের আজও ভূলিনি
ভূলিনি পৃথিবী সুনীল আকাশ
ভূলিনি প্রাণীকূল সৃষ্টি খোদার
বুক ফেটে যায় ঝরে চোখের পানি
ভূলিনি তোমাদের আজও ভূলিনি
ভূলিনি আজও দেখো ঐ যে আকাশ
গোধূলি বেলায় পড়ে রক্তিম সাঁজ
পৃথিবীর ঘরে ঘরে দেয় সে আওয়াজ
জিহাদে যেতে হবে দিতে কুরবানী
বুক ফেটে যায় ঝরে চোখের পানি
ভূলিনি তোমাদের আজও ভূলিনি
ভূলিনি আজও দেখো ঐ যে নদী
কলোকলো সুরে গায় শোকের গীতি
তোমাদের খুন রাঙ্গা পথটি ধরে
আসবে ধরার বুকে শান্তির বাণী
বুক ফেটে যায় ঝরে চোখের পানি
ভূলিনি তোমাদের আজও ভূলিনি