সেরা জান্নাত বাংলা গজলটি গেয়েছেন আহমাদ ফাইয়াজ। Nasheed: ❝সেরা জান্নাত❞Lyric & Tune: NEAJ MAKHDUMCover Singer: Ahmad FaiyaazSound Design: Usama MahdiRecord Level: Ummah StudioVideo: Adnan Hasan আমিতো জানিনা পাবো কি পাবো নাআল্লাহ তোমার দেয়া সেরা জান্নাতআমি সুধু জানি নরকের অগ্নিসইতে পারবোনা কোন দিনরাতগুনাহ তো করেছি আমি বালুরাশি সমঅগণিত সীমাহীনপাপীর এ তাওবা কবুল করে নাওরাব্বুল আ’লামীনহায়াত আমার কমছে শুধু প্রতিদিনগুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীনতুমি তো পারো দিতে নাজাতআমি সুধু জানি নরকের অগ্নিসইতে পারবোনা কোন দিনরাতআমিতো জানিনা পাবো কি পাবো নাআল্লাহ তোমার দেয়া সেরা জান্নাতআমিতো বড়ই পাপী ফিরে এসেছিতোমার করুণার দোরেতোমাকেই ডাকছি জীবনেরই সবগুনাহ শিকার করেক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমিফিরায়ে দিয়োনা কোথায় যাবো আমিকবুল করো প্রভু এই মুনাজাত