Writing

Mamunul Haque Life History

মামুনুল হক (জন্ম ১ নভেম্বর ১৯৭৩ইং) একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামিক পন্ডিত, রাজনীতিবিদ, ইসলামিক স্কলার, লেখক এবং অধ্যাপক। তিনি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল বা মহাসচিব খিলফাত মজলিসের এবং হেফাজাত-ই-ইসলাম বাংলাদেশের যুগ্ম সেক্রেটারি-জেনারেল।

জন্ম

মামুনুল হকের জন্ম ১৯৭৩ইং নভেম্বর ঢাকার আজিমপুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা আজিজুল হক ছিলেন একজন বাংলাদেশী ইসলামীক পন্ডিত এবং সাহিহ বুখারীর প্রথম বাঙালি অনুবাদক, ‘শায়খুল হাদীস’ নামে পরিচিত। তার ভাইবোনের সংখ্যা ১৩জন। মাহফুজুল হক তাঁর ভাই, একজন প্রভাবশালী ইসলামী পন্ডিত এবং বেফাকুল মাদারিসিল আরব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল।

শিক্ষাজীবন

তার প্রথম জীবনে মামুনুল হক তার বাবা আজিজুল হকের নিকট পড়াশোনা শুরু করেছিলেন। ১৯৮৫ সালে তখন মামুনুল হকের ১২ বছর হয় এবং তিনি১২ বছর বয়সে তিনি লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসায় কুরআনের হাফজ সম্পন্ন করেছিলেন।
১৯৮৬ সনে উনি জামিয়া রাহমানিয়া আরাবিয়া, Dhaka ভর্তি করা হয়েছিল। ১৯৯৩ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা থেকে কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান, ১৯৯৫ সালে স্নাতক তৃতীয় স্থান এবং ১৯৯৬ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন।

গ্রেফতার

২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনে নেতৃত্বের জন্য ১২ মে তাকে গ্রেফতার করা হয়েছিল। এসময় তিনি ‘কারাগার থেকে বলছি’ নামক একটি বই রচনা করেন, যা ওই বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। ২০১৮ সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের দু’দিন আগে তাকে পুনরায় গ্রেফতারের অভিযোগ উঠে। ২০২১ সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহী মামলা সহ অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৮ এপ্রিল মোবাইল ও মানিব্যাগ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়, যা ২০২০ সালে দায়ের করা হয়েছিল। মামুনুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যা তার দীর্ঘ দিনের সম্মানকে ক্ষুন্ন করার এটি অপ প্রয়াস। সর্বশেষ নারায়ণগঞ্জে একটি রিসোর্টে তিনি স্ত্রী সহ সেখানে উপস্থিত হলে তাকে আক্রমণ করে এবং পুলিশের হাতে তুলে দেয়।

কর্মজীবন

তিনি পাঁচ বছর সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেথুয়া মাদ্রাসায় এবং মিরপুর জামুল উলুমে দুই বছর শিক্ষকতা করেছিলেন। তারপরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকার শায়খুল হাদিস হিসেবে 2000 সাল থেকে দায়িত্বরত আছেন। তিনি ২০১৫ সালে মহাদুত তারবিয়াতুল ইসলামিয়া নামে একটি উচ্চতর ইসলামিক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাদেশের এশিয়ান বিশ্ববিদ্যালয়ের খন্ডকালিন অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি বায়তুল মামুর জামে মসজিদের খতিব। তিনি তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, মাসিক রহমানি পাইগামের সম্পাদক, বাংলাদেশ খিলাফাত যুব মজলিসের সভাপতি।।

তিনি ২০২০ সালের অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজাত-ই-ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নভেম্বর নির্বাচিত হয়েছিলেন। ২৬ ডিসেম্বর একটি সভায় তাকে ঢাকা মহানগরীর মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

২৯ সেপ্টেম্বর ২০১৯ সালে, তিনি বাংলাদেশের ইসলামি বক্তাদের বা স্কলারের সংগঠন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উপদেষ্টা নির্বাচিত হন। ২০২০ সালের ফেব্রুয়ারির দিকে তিনি ঢাকায় বাবরি মসজিদ বাংলাদেশের নির্মাণ কাজ শুরু করেন।

উপাধি

২০২১ সালের ৮ মার্চ লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের পক্ষ থেকে তাকে বাংলার বাঘ তথা ‘বঙ্গবাঘ’ উপাধি দেয়া হয়। ‘বঙ্গবাঘ’ উপাধি দিয়ে তা মাইকে ঘোষণা করা হলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোরসহ দেশের বিভিন্ন শহর, গ্রাম, পাড়া, মহল্লা থেকে আগত লাখ লাখ মানুষ নারায়ে তাকবির – আল্লাহু আকবর ধ্বনিতে মাহফিলস্থল প্রকম্পিত করে তোলে।

প্রকাশনা

তার সম্পাদিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট ১৭ টি। ২০০১ সাল থেকে তিনি মাসিক রাহমানী পয়গামের সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও সমসাময়িক বিষয়াবলিতে তিনি জাতীয় ও দৈনিক পত্রিকায় নিবন্ধ লিখে থাকেন।

বইসমূহ

  • কারাগার থেকে বলছি (২০১৩)
  • মেহরাব ও মিম্বারের কথা
  • সময়ের পয়গাম
  • স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের ভূমিকা
  • সত্যের পথে সংগ্রাম
  • নারী অধিকার : ব্যাখ্যা ও ভ্রান্তি নিরসন
  • পহেলা বৈশাখ : ইসলাম কি বলে?
  • সফল মুমিনের পরিচয়
  • একটি দ্বীনি দাওয়াত
  • খেলাফত রাষ্ট্রব্যবস্থা : পরিচিতি ও নীতিমালা
  • ইসলামি আন্দোলনে চাই জিন্দাদিল কর্মী
  • ইসলামি সংগঠনে নেতৃত্ব ও আনুগত্য
  • নেতৃত্ব, আনুগত্য ও ইসলামি জীবন
  • ইসলামী সংগঠন কী ও কেন?
  • ইসলামী আন্দোলন কী ও কেন?
  • নেতৃত্ব আনুগত্য ও ইসলামী জীবন
  • বরেণ্যদের চোখে শাইখুল হাদীস

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture