Q/ASheikh Ahmad Ullah

কিয়ামতের দিন কি জ্বিন ফেরেশতা সবাই মারা যাবে

আমি শুনেছি কেয়ামতের আগে সকল মানুষ জিন ও ফেরেশতা সকলে মারা যাবে, প্রশ্ন হলো তাহলে কেয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা মালেক সহ অন্যান্য ফেরেশতারা কোথা থেকে আসবে বা ৭০ হাজার ফেরেশতা যে জাহান্নামের নাকে শিকল দিয়ে টানবে এনারাই বা কোত্থেকে আসবেন একটু জানাবেন?

ভাই কেয়ামতের আগে আপনারা জানেন ইসরাফিল যখন সিঙ্গে ফুৎকার দিবেন সবাই শেষ হয়ে যাবে মানুষ তো মানুষ ফেরেশতারাও শেষ হয়ে যাবে মালাকুল মউত শেষ হয়ে যাবে। আপনারা এ হাদিস শুনেছেন, এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো সবাই যখন মারাই গেছে তাহলে কেয়ামতের ময়দানে বিভিন্ন ফেরেশতাদের দায়িত্ব বন্টন হবে, দায়িত্ব পালনের কথা হাদিসে বলা হয়েছে তারা তো মারা গেছে আবার তারা কোত্থেকে আসবে।

এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামীন আবার সবাইকে জীবিত করবেন, মানুষ সহ সকল ফেরেশতা, সকল মানুষ সেই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যতজন মারা গেছে আল্লাহর এক আদেশে আবার সবাই জীবিত হয়ে উঠবে, এর নামই তো হাশর, অতএব ফেরেশতারা কোত্থেকে আসবে আশা করি এখান থেকে আপনি বুঝতে পারছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture