আবু উবায়দার নতুন সঙ্গীত বেঈমান গজল লিরিক্স। এটি শুধু একটি গজল নয়, বরং আবেগ, পরিশ্রম, আর নতুন কিছু করার তীব্র ইচ্ছার ফল। গজলঃ বেঈমান কথা সুর ও কণ্ঠশিল্পীঃ আবু উবায়দা
Director: H Al Banna Lyric, Tune & Composition: Abu Ubayda Music Director : Maruf Muhammad Jisan Cast: Hashnat Ripon Mowritaniya Lyric: Sayed Tanvir Enayet Mowritaniya Tune: Masum Billah
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নামে ধুন গাইতে গাইতে গাইতে আমি হয়েছি জুনুন আল্লাহ আল্লাহ আল্লাহ আমায় রুহে দাও সুকুন আগুন গলে জল হয়ে যায় বলো যদি কুন। এই পৃথিবীর মায়াজালে রঙ তামাশার কোলাহলে || আমার ভাগ্য রাইখো না বেঈমান হালতে মাবূদ মরণ দিয়ো না বেঈমান হালতে মাবূদ মরণ দিয়ো না || ভুল হইলে তওবা করায়ো কালেমা তাইয়েবা পড়ায়ো ||| পাপীর রঙে মাইখো না বেঈমান হালতে মাবূদ মরণ দিয়ো না বেঈমান হালতে মাবূদ মরণ দিয়ো না || আমার ক্ষমতার কারণে পরের যদি হয় ক্ষতি গো পরের যদি হয় ক্ষতি চাইনা এমন ক্ষমতার হই মহান মহারথি ধন দৌলতের কারণ যদি অহমিকা যায় বেড়েগো অহমিকা যায় বেড়ে নাই প্রয়োজন এমন দৌলত নিয়া নিয়ো সব কেড়ে পথ হারালে দিশা দিয়ো পথ হারালে দিশা দিয়ো তোমার প্রেমের নেশা দিয়ো দূরে ঠেইলা দিয়ো না বেঈমান হালতে মাবূদ মরণ দিয়ো না বেঈমান হালতে মাবূদ মরণ দিয়ো না || আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এমন জীবন তোমার নবির সিরাত যেন হয় অনুসরণ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দাও হেদায়েত ধন ঈমান আমল জারি রাইখো জীবন ও মরণ নিজে হাজার ভুলে থেকে অন্যজনের ভুল খুঁজিগো অন্যজনের ভুল খুঁজি সৃষ্টির সেরা মানব জীবের মন ভাইঙ্গা করি রুজি রিজিক দিলা সবি দিলা নাফরমান হই তাও আমি হায় নাফরমান হই তাও আমি পরকালের চাইতে মিছে দুনিয়া ভাবি দামি পাপি এ পাগলের আবদারক্ষমা করো অগো গাফফার ||| দয়াল মালিক রাব্বানা বেঈমান হালতে মাবূদ মরণ দিয়ো না বেঈমান হালতে মাবূদ মরণ দিয়ো না ||
Copy URL URL Copied