Q/AAbdullahil Hadi
মেয়েরা কি শিক্ষা সফর বা কলেজ ট্যুরে যেতে পারবে
স্বামী বা মাহরাম ছাড়া কোন মুসলিম নারীর সফর করা বৈধ নয়। বিশেষ করে কলেজ ট্যুর বা শিক্ষা সফরের মত অনুষ্ঠান যেখানে যুবক-যুবতীরা সাধারণত: নানা ধরণের বিনোদন মূলক কার্যক্রম করে থাকে এবং নানা পাপাচারে লিপ্ত হওয়ার সুযোগ অনুসন্ধান করে থাকে সেখানে একজন দ্বীনদার তরুণীর অংশ গ্রহণ করা কিভাবে বৈধ হতে পারে?
তাই দ্বীনদারী, তাকওয়া ও চরিত্রিক নির্মলতা হেফাযতের স্বার্থে মাহরাম পুরুষ অথবা স্বামী ছাড়া এ সকল ট্যুর বা শিক্ষা সফর থেকে দূরে থাকা জরুরি। কলেজের পক্ষ থেকে এ ধরণের শিক্ষা সফর বা ট্যুরে অংশ গ্রহণ করা বাধ্যতা মূলক হলে স্বামী/মাহরাম পুরুষ সাথে নিন। অন্যথায় কোন ওজুহাতে যুবক-যুবতী ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সাথে এ সব প্রোগ্রামে অংশ গ্রহণ থেকে দূরে থাকুন।
আল্লাহ তাওফিক দান করুন।
আমীন।