Writing

বিপদ-মসিবতে গুরুত্বপূর্ণ ৪টি দুআ

নিম্নে বিপদ-মসিবতে পাঠ করার জন্য কতিপয় গুরুত্বপূর্ণ দুআ আরবি টেক্সট, বাংলা উচ্চারণ এবং অর্থসহ প্রদান করা হলো:

১ নম্বর দুআ

উম্মে সালমা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, মানুষের ওপর কোনো বিপদ এলে সে যদি এই দুআ পাঠ করে- আল্লাহ তাআলা তাকে তার বিপদের প্রতিদান দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন:

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي في مُصِيبَتِي، وأَخْلِفْ لي خَيْرًا مِنْها
উচ্চারণ: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনী ফী মুসিবাতী ওয়া আখলিফ-লী খইরম মিনহা
অর্থ: আমরা আল্লাহর জন্য নিবেদিত এবং আমাদেরকে তারই নিকটই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ, আমার বিপদে আমাকে প্রতিদান দান করুন এবং যা হারিয়েছি তার বদলে তার চেয়ে ভালো কিছু দান করুন। [সহিহ মুসলিম]

২ নম্বর দুআ:

 ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপদের সময় এই দুআটি পাঠ করতেন,

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম।)
অর্থ: আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। তিনি সুমহান ও পরম সহিষ্ণু।
আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। তিনি মহান আরশের মালিক।
আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। তিনি আকাশমণ্ডলী, জমিন ও মহান আরশের মালিক।1

৩ নম্বর দুআ:

 بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মায়া’সমিহী শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউ’ল আ’লিম।
অর্থ: আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনকিছুই কোন অনিষ্ট সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞানসম্পন্ন।

উসমান রা. বর্ণনা করেছেন, “যে ব্যক্তি উপরের দুআটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে পড়বে দুনিয়া ও আখিরাতের কোন কিছুই তাঁর কোন ক্ষতি করতে পারবে না।
 [সুননে আবু দাউদ।‌ সহীহ-আলবানি]

 ৪ নম্বর দুআ:

  حَسْبِىَ اللَّهُ لآ إلَهَ إلّا هُوَ، عَلَيْهَ ثَوَكَّلتُ، وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আ’লাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আ’যীম।
অর্থ: আমার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট যিনি ব্যতীত সত্য কোন উপাস্য নেই। আমি একমাত্র তাঁর উপরই ভরসা করলাম। আর তিনি আরশে আযীমের অধিকারী।2

যে ব্যাক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় উপরের আয়াতটি সাতবার পড়বে দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন।” [আবু দাউদ।‌ সহিহ-আলবানি]

উল্লেখ্য যে, এই হাদিসটি সহিহ-জঈফ হওয়ার ব্যাপারে মুহাদ্দিসগণের মাঝে দ্বিমত রয়েছে। তবে আলবানি রাহ. এটিকে সহিহ হিসেবে সাব্যস্ত করেছেন। সালীম হেলালীও এটিকে ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ’ গ্রন্থে সহীহ বলেছেন। শুআইব আরনাবুত যাদুল মাআদ কিতাবে এটিকে সহীহ মাওকুফ বলেছেন।

ঋতুস্রাব চলাকালীন সময় মহিলারা যেকোনো দুআ, জিকির, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, ইসলামি বই-পুস্তক, হাদিসের কিতাব, তাফসির ইত্যাদি পড়তে পারে। এতে শরিয়তে কোন বাধা নেই।
আল্লাহু আলাম।

  1. সহীহ বুখারি, হা/ ৬৩৪৬ ↩︎
  2. সূরা তাওবাহ: ১২৯ ↩︎
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture