শয়তান মানুষের উপর প্রভাব বিস্তার করার লক্ষণ কি
শয়তান মানুষের উপর প্রভাব বিস্তার করার লক্ষণগুলি হল:
১. মানুষের মধ্যে ঘৃণা, রাগ এবং খারাপ অনুভূতির সৃষ্টি হওয়া। পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী এবং সম্প্রদায়ের মধ্যে ঘটতে পারে এই বিদ্বেষ। মানুষ তখন আর আগের মত অন্যদের সাথে সুন্দর ভাবে মেলামেশা করতে পারে না।
২. মানুষ সম্পর্কে খারাপ চিন্তা করা, মানুষের মধ্যে খারাপ জিনিস দেখা, এবং মানুষের মাঝে ভালো কিছু দেখতে না পাওয়া হল শয়তানের একটি কৌশল যা মানুষকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয়।
৩. অগ্রাধিকার গুলিয়ে ফেলা। বাধ্যবাধকতাগুলিকে আর অগ্রাধিকার বলে মনে হয় না, যেমন সময়মত প্রার্থনা করার চেয়ে প্রথমে আপনার অতিথিদের পরিবেশন করা আরও গুরুত্বপূর্ণ বলে মনে হওয়া।
৪. নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করা। আপনি নিজেকে অন্যদের চেয়ে ভালো ভাবতে শুরু করবেন। আপনার অধিকারকৃত জিনিস, এমনকি আপনার উপাসনাও তখন আপনার কাছে শ্রেষ্ঠ মনে হবে।
৫. স্রষ্টার চেয়ে সৃষ্টিকে বেশি ভয় করা। আপনি তখন আল্লাহর পরিবর্তে শয়তান ও তার সহযোগীদের, মানুষকে এবং দারিদ্রকে ভয় করবেন।
শয়তানের কৌশলগুলো জেনে রাখুন, যাতে আপনি তাদের ফাঁদে পা না দেন।
وَقُل لِّعِبَادِى يَقُولُواْ ٱلَّتِى هِىَ أَحۡسَنُۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ يَنزَغُ بَيۡنَهُمۡۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلۡإِنسَٰنِ عَدُوًّا مُّبِينًا
আর আমার বান্দাদেরকে বল, তারা যেন এমন কথা বলে, যা অতি সুন্দর। নিশ্চয় শয়তান তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে; নিশ্চয় শয়তান মানুষের স্পষ্ট শত্রু।1
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ وَمَن يَتَّبِعۡ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِ فَإِنَّهُۥ يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۚ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنۡ أَحَدٍ أَبَدًا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّى مَن يَشَآءُۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। আর যে শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করবে, নিশ্চয় সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেবে। আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত, তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না; কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন, পবিত্র করেন। আর আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী।2