Q/A

কৃমি বের হলে ওযুর হুকুম কি

কৃমির কারণে কি অযু নষ্ট হয়?
আর যদি কৃমি বের হতেই থাকে তাহলে কি ওযু নষ্ট হয়ে যাবে এবং এরকম চললে কি করব?
পায়খানার রাস্তা বা মলদ্বার এর থেকে কৃমি বের হলে ওযু ভেঙ্গে যায়। কৃমির শরীরে কোনো অপবিত্রতা লেগে থাকুক বা না থাকুক। তাই কৃমি বের হলে আবার ওযু করতে হবে।

আর যদি কৃমি এত বেশি বের হয় যে, এক ওয়াক্তের সালাতের সময়ের মধ্যে চার রাকাত নামায পড়ার সময় বের করা যায় না, তাহলে তখন মাজুর বলে গন্য হবে। মাজুরের হুকুম হল, পুরো নামাযের সময় কৃমি বের হলে সে অবস্থায় অযু করে সালাত আদায় করবে। সময় অতিবাহিত হওয়ার পর আবার ওযু করে সালাত আদায় করবে। মাঝখানে যত অপবিত্রতা বের হচ্ছে তাতে কোন সমস্যা নেই।

في الفتاوى الهنديه
“الدُّودَةُ إذَا خَرَجَتْ مِنْ الدُّبُرِ فَهُوَ حَدَثٌ وَ إِنْ خَرَجَتْ مِنْ قُبُلِ الْمَرْأَةِ وَالذَّكَرِ فَكَذَلِكَ وَكَذَلِكَ الْحَصَاةُ. كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.”

والله اعلم بالصواب

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture