Song: Kanna Hashi (কান্নাহাসি)Lyric & Artist: Abu UbaydaTune: Masum BillahSound Design: Tanvir KhanDirector: H Al Haadi (কান্না হাসি ভালো মন্দকিবা সর্বনাশীএইতো নিয়ম মেনে নেয়ারদেখবে আমায় লাশে)।।চোখের সামনে যখন দেখিআপনজনের মৃত লাশবুকের মাঝে কেমন জানিশুরু করে হাহোতাশ।।কথার ফাঁকে অঝর ধারায়কান্না নেমে আসেএইতো নিয়ম মেনে নেয়ারদেখবে আমায় লাশেকান্না হাসি ভালো মন্দকিবা সর্বনাশী(মাওলারে….)।।।।।।(মাওলারে মাওলারে মাওলারে….)।।(অনেক দিনের প্রানের প্রিয়বন্ধু যখন চলে যায়বুকের ঘরে আগুন জ্বলেভিড় করে হতাশায়)।।কেউ রবেনা চিরোদিনইযাবে পরবাসেএইতো নিয়ম মেনে নেয়ারদেখবে আমায় লাশেকান্না হাসি ভালো মন্দকিবা সর্বনাশীএইতো নিয়ম মেনে নেয়ারদেখবে আমায় লাশেকান্না হাসি ভালো মন্দকিবা সর্বনাশী