Writing

সফলতার সংজ্ঞা

তখন আমি সবেমাত্র মা’য়ের জরায়ু গহ্বরে, একটু একটু করে নিজের অস্তিত্ব অনুভব করছিলাম;
-বাবা মা ভেবেছিলেন আমার এই বেড়ে উঠা তাদের জীবনের সফলতা!
নয় মাসের মরণযন্ত্রণা সহ্য করে মা আমাকে দুনিয়াতে আনলে বাবা পরম মায়ায় আমার দিকে তাকিয়ে রইলেন;

-দাম্পত্য জীবনে সবচেয়ে বড় সফলতা তারা ছুঁতে পেরেছেন!
এক দু’কদম করে আমি হাঁটতে শিখেছি, আধো আধো বুলিতে সবার মন জয় করে বাবা বলতে শিখেছি;
– মাটিতে আমার এক কদম যেন তাদের পথচলার সাফল্য!

স্কুলে ভর্তি হয়ে একে একে শিক্ষার সবগুলো স্তর পার করলাম সর্ব্বোচ্চ রেজাল্ট নিয়ে;
-বাবা মা গর্ব করলেন কেননা আমার মাধ্যমে তারা খুঁজে পেয়েছেন সফলতার চাবিকাঠি।

একজন যোগ্য উদ্যোক্তা হয়ে জীবন মোড়ে বিদেশে পাড়ি জমালাম;
-বয়স্ক বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন কারণ তাদের পাশাপাশি আমিও সফল নারী!

পছন্দের পাত্রের সাথে বিয়ে হয়ে গেলো, বিলাসবহুল জীবনে প্রতিটা মুহূর্ত সুখময়;
-মেয়ের খুশি দেখে বাবা মা অনুভব করেন তাদের মেয়ে সফলতার চূড়ায়!

আজ বার্ধক্য ছুঁয়েছে আমায়, নিস্তেজ শরীর নিয়ে এক হালাকায় গিয়েছিলাম;
– সুললিত কন্ঠে কর্ণকুহরে ভেসে আসছিল একের পর এক আয়াত; সফলতার নামগন্ধ পেলাম না। তবে ভেতরে কোথাও জ্বলন্ত অগ্নিশিখার বিপরীতে প্রশান্ত এক নদীর ধীরগতিতে বয়ে চলা অনুধাবন করলাম।

আজ মৃত্যু আমার সামনে উপস্থিত, আমি চেয়েও পারছি না উঠতে শুধু অনুভব করছি সফলতার যে সংজ্ঞা শিখেছিলাম তা মিথ্যে ছিলো; বস্তুবাদী পৃথিবীতে বানোয়াট ছিলো। নিঃশব্দে শেষ নিঃশ্বাসটুকু ফেলার সময় কানে ভেসে উঠলো হালাকায় বলা আয়াতটুকু;

تِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ ؕ وَ مَنۡ یُّطِعِ اللّٰہَ وَ رَسُوۡلَہٗ یُدۡخِلۡہُ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ
অর্থঃ এগুলো আল্লাহর সীমারেখা। আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর এটা মহা সফলতা।1

অতঃপর জীবন প্রদীপ নিভে গেলো..খুঁজে পেলাম প্রকৃত সফলতা কিন্তু সেই সফলতার এক আঁজলা পান করতে পারলাম না। আমি জেনে গেলাম..মেনে নিলাম আমি ব্যর্থ; ব্যর্থতাকে সঙ্গী করে সফলতার মিছে মায়ায় জড়িয়েছিলাম।

  1. সূরা আন-নিসা;১৩ ↩︎

লিখেছেন

Picture of কারিশমা আনান

কারিশমা আনান

নারী আড়ালেই সুন্দর। যদি সে বইও প্রকাশ করে ফেলে তবুও আড়ালেই থাকুক।

জানানোর মতন, পরিচয় দেবার মতন কোনো পরিচয় নেই। আমি আল্লাহর এক সৃষ্টি, আমার নবী ﷺ এর উম্মতের একজন। এর বেশি পরিচয় নেই, দিতেও ইচ্ছুক না

লেখকের সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

নারী আড়ালেই সুন্দর। যদি সে বইও প্রকাশ করে ফেলে তবুও আড়ালেই থাকুক। জানানোর মতন, পরিচয় দেবার মতন কোনো পরিচয় নেই। আমি আল্লাহর এক সৃষ্টি, আমার নবী ﷺ এর উম্মতের একজন। এর বেশি পরিচয় নেই, দিতেও ইচ্ছুক না

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture