Abdul Hi Muhammad SaifullahScholar Bangla
যে আমল করে বাসা থেকে বের হলে শত্রু আপনাকে দেখতে পাবেনা
আমরা যখন আমাদের বাসা বাড়ি থেকে বের হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত দুইটি আমল আছে রাসুলুল্লাহ সাঃ এর বর্ণিত প্রথম আমল হচ্ছে, নবী করিম সাঃ. বলেছেন যখন তুমি বাসা থেকে বের হও, তখন তুমি দুই রাকাত নামাজ পড়ে বের হও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, এটা যাবতীয় ক্ষতিকারক দিক থেকে তোমার জন্য হেফাজত কারি হবে। আমি হাদিস পড়ার সময় মনে হয়েছে ইন্নাস সালাতা তানহানিল ওয়ালমুনকার সালাত যে আমাদের ফাসাহ এবং মুনকার থেকে বাঁচাবে এই হাদিসটা তার উজ্জ্বল নমুনা।
নবীজি বলছেন বাড়ি থেকে বের হলে দুই রাকাত সালাত পড়ে বের হও। তোমার অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ।
আবার বাসাতে ঢুকেও দুই রাকাত সালাত আদায় কর তাহলে তোমার বাসার অনিষ্ট থেকে আল্লাহ বাঁচাবেন।