Q/A
কোরবানীর পশু যদি গর্ভবতী হয় তাহলে কি অন্য পশু ক্রয় করে কোরবানীর করা যাবে কি
আমার উপর কোরবানি ওয়াজিব। এ বছর কোরবানির জন্য পশু কিনেছি। পরে জানা যায়, প্রাণীটি পাঁচ মাসের গর্ভবর্তী। তাই আমি চাচ্ছি, পশুটি নিজেরা রেখে পালা শুরু করব। কারণ পশুটি গর্ভবতী। আর কোরবানির জন্য আরেকটি পশু কিনব। জানতে চাই, আমি কি এটা পশুটি রেখে পালতে পারি?
হ্যাঁ, গর্ভবতী পশুর পরিবর্তে অন্য পশু ক্রয় করে তার দ্বারা কুরবানী করা যাবে। বরং এক্ষেত্রে গর্ভবতী পশু কোরবানি না করাই উত্তম। তবে কুরবানী করা পশু যদি পূর্ববর্তী পশুর চেয়ে কম মূল্যের হয়, তবে যে পরিমান মুল্য কমে হবে সে পরিমান মূল্যের সদকাহ করে দেবে।
কিতাবুল আছল ৫/৪০৭; আলমাবসূত, সারাখসী ১২/১৩; আলমুহীতুর রাযাবী ৬/৫৭; ফাতাওয়া খানিয়া ৩/৩৫০; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪১৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৪