Q/A
থুতুতে অল্প পরিমাণে রক্ত আসলে কি অযু ভঙ্গ হয় কি
একদিন আসরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলাম। আমি পথে থুতু ফেললাম এবং থুথু দিয়ে একটু রক্ত দেখলাম। কিন্তু তাই বলে থুতু লাল ছিল না; পরিবর্তে, অনুভূতি হল হলুদ। তারপর পূনরায় ওযু করে মসজিদে প্রবেশ করলাম। মুহতারামের কাছে আমার প্রশ্ন হল, এমতাবস্থায় কি আবার ওযু করা জরুরী ছিল, নাকি আগের অযু দিয়ে নামায পড়া যাবে?
যেহেতু থুথুটি প্রশ্নে উল্লেখিত ক্ষেত্রে লালচে রঙের ছিল না; বরং হলুদ ছিল। তাই এতে আপনার অযু ভঙ্গ হবে না। কারণ থুথুতে রক্তের পরিমাণ সমান বা বেশি না হলে (যার আলামত হলো থুথুর রং লাল বা লালচে বর্ণের নয়) তাহলে ওযু ভঙ্গ হয় না। তাই এক্ষেত্রে পুনরায় অযু করার প্রয়োজন ছিল না।
মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৩৪০; কিতাবুল আছল ১/৪৪; বাদায়েউস সানায়ে ১/১২৪; আলমুহীতুল বুরহানী ১/২০৩; তাবয়ীনুল হাকায়েক ১/৪৮; রদ্দুল মুহতার ১/১৩৯