হায়েয অবস্থায় সিজদায়ে তিলাওয়াত শুনলে এর বিধান কি
আমি আমার ছেলের কাছ থেকে নিয়মিত কোরআন তেলাওয়াত শুনি। একদিন সে কুরআন তিলাওয়াত করার সময় সিজদার একটি আয়াত পাঠ করলেন। সেদিন আমি হায়েয অবস্থায় ছিলাম। জানার বিষয় হলো, এ কারণে কি আমার জন্য সিজদায় তিলাওয়াত শুনার জন্য কি সিজদা করা আবশ্যক?
প্রশ্নোক্ত ক্ষেত্রে, আপনাকে সিজদায়ে তিলাওয়াত করতে হবে না। কারণ, ঋতুবতী বা হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদায় তিলাওয়াত ওয়াজিব নয়।
তাবেয়ী আবুদ্দুহা ও ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-
إذَا سَمِعَتِ الْحَائِضُ السَّجْدَةَ فَلاَ تَسْجُدْ، هِيَ تَدَعُ أَوْجَبَ مِنْ ذَلِكَ.
হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে তাকে সিজদা দিতে হবে না। সে তো এর চেয়ে গুরুত্বপূর্ণ বিধানও (অর্থাৎ নামায) আদায় করছে না।
(মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৩৫০)
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৩৪৭; কিতাবুল আছল ১/২৭২; মুখতারাতুন নাওয়াযেল ১/৩৬৩; আলমুহীতুর রাযাবী ১/৪২৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৬৬; আদ্দুররুল মুখতার ২/১০৭