সর্বশেষ কোন সাহাবী খলিফা ছিলেন
সাহাবী হিশেবে সর্বশেষ খলিফা ছিলেন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি ইয়াযিদকে খলিফা হিশেবে মেনে নেননি। মক্কায় গিয়ে সেখানে নেতৃত্ব দেন।
ইয়াযিদের ইন্তেকালের পর খলিফা হয় তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াযিদ। কিন্তু, খলিফা হবার একমাসের মধ্যে মুআবিয়া ইবনে ইয়াযিদ ইন্তেকাল করেন।
অতঃপর আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু নিজেকে খলিফা হিশেবে ঘোষণা দেন৷ মক্কাবাসী এবং মদীনার অনেকেই তাকে খলিফা হিশেবে মেনে নেয়। তৎকালীন মুসলিম রাজ্য মিসর, কুফা, বসরা, ইয়েমেন, উত্তর সিরিয়ার কায়েসী গোত্র এবং খোরাসান আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিশেবে মেনে নেয়।
আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রাহিমাহুল্লাহ তাঁর বিখ্যাত ‘তারিখুল খুলাফা’ গ্রন্থে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহুকে মুআবিয়া ইবনে ইয়াযিদের পর ইসলামের নবম খলিফা হিশেবে উল্লেখ করেন।
সেই হিশেবে বলা যায়, সাহাবীদের মধ্যে সর্বশেষ খলিফা ছিলেন মদীনায় জন্মগ্রহণকারী প্রথম মুহাজির সাহাবী আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু।
সাহাবীদের মধ্যে প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
শেষ খলিফা তাঁর নাতি আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু।