Video

Nijhum Rate Gurosthane Gojol Bangla Lyrics

নিঝুম রাতে গোরস্থানে বাংলা গজল লিরিক্স। এই সুন্দর ইসলামিক গজলটি গেয়েছেন ফজলে এলাহি সাকিব, সাদিক ও রিদওয়ান। নিঝুম রাতে গোরস্থানে গানটির কথা লিখেছেন আবদুল কাদির হাওলাদার।

Song : Nijhum Rate Gurosthane
Singer : Fazle Elahi Sakib, Sadik & Ridwan
Lyric : Abdul Kadir Hawladar
Tune : Habibullah Noor
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video Director : Abu Bakar Siddik
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman

(নিঝুম রাতে গোরস্তানে
থাকতে হবে বাঁশ বাগানে)।।

কার তরে করবি গুনাহ
(দেখো ভেবে মনে প্রানে)।।।

(এই দুনিয়ার রং তামাশা
থাকবে কিছুক্ষন
দম ফুড়ালে প্রতিবেশি
পড়াবে তোমায় কাফন)।।

কবরেতে শান্তি পাবে
কোরআনি বিধানে
(দেখো ভেবে মনে প্রানে)।।

(সঙ্গী স্বজন ভাবছো যাদের
কেউ নেবেনা খোঁজ
গুনাহ মাফে কাঁদো তুমি
রবকে খোঁজ রোজ)।।

তৈরী থেকো হে মুমিন
আমলে ঈমানে
(দেখো ভেবে মনে প্রানে)।।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture