Video

Aj Keno Prithibita Lage Eto Sundor Bangla Gojol Lyrics

আজ কেনো পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এই চরা চর, মধুময় কন্ঠে সেরা গজল। এই সুন্দর ইসলামিক গজলটি গেয়েছেন আবু উবায়দা। আজ কেন পৃথিবী লাগে এত সুন্দর গানের কথা লিখেছেন কবি মহিউদ্দিন

Voice & Music Producer: Abu Ubayda,
Lyric: Kobi Mohiuddin (RH)
Assistant Music Director: Bm Shakil
Choreographer: Piash Mia, Light: Momen Sany
Director: Abu Tuyab

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

চারদিকে নবরূপে করে ধরা জলমল,
সেই রূপ দেখে হয় আখিদ্য় সুশীতল,
আখিদ্য় সুশীতল, আখিদ্য় সুশীতল,

কেটে গেছে কুৎসিত, নিশীতের দ্বীপ্রহর,
এসে কোন রূপকার সাজালো এই চরা চর?
এসে কোন রূপকার সাজালো এই চরা চর?

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব,
সবখানে কেন এত আয়োজন উৎসব?
আয়োজন উৎসব? আয়োজন উৎসব?
গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর।

এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

উল্লাস করে আজ শাহারার লু-হাওয়ায়,
ফুরাতের জলরাশি কূলে কূলে উছলায়,
কূলে কূলে উছলায়, কূলে কূলে উছলায়,
পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর।

এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

অগণিত ফেরেস্তেরা ছেড়ে সাত আসমান,
নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান?
গাহে কার গুণগান? গাহে কার গুণগান?
করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবর।

এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

মারহাবা, মারহাবা সৃজনের রহমত,
এসেছেন ধরণীতে নূরনবী হযরত,
নূরনবী হযরত, নূরনবী হযরত,

আলোকিত তাই মাতা আমেনার কুঁড়েঘর,
সেই আলোয় অবগাহি পৃথিবীটা সুন্দর।

এসে কোন রূপকারে সাজালো এই চরা চর।
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর।

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture