Q/A

মহিলাদের জন্য তারাবীহ নামাযের বিধান

মেয়েদের তারাবিহ নামাজ পড়া কি জরুরী?
তারাবীহ সালাত নারী-পুরুষ সকলের জন্য সুন্নতে মুয়াক্কাদাহ। কারণ রাসুলুল্লাহ ﷺ তারাবীহ সম্পর্কে বলেছেন,

মুহাম্মাদ ইবনু আব্দুল আ’লা (রহঃ), মুহাম্মাদ ইবনু হিশাম এবং আবূল আশআছ (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি আল্লাহ তা’আলার উপর দূঢ় বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে তারাবীহর সালাত (নামায/নামাজ) আদায় করে, তার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ব্যক্তি আল্লাহ তা’আলার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে কদরের রাত্রে জাগ্রত থাকে, তার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
(সুনান আন-নাসায়ী : ২২১০)

এজন্য ইমাম নববী বলেন,

صلاة التراويح سنة بإجماع العلماء
আলেমদের ইজমা অনুযায়ী তারাবীহ নামায পড়া সুন্নত। (আল-মাজমু ৪/৩১)

মনে রাখবেন, সুন্নাতে মুয়াক্কাদা ওয়াজিবের মতই। অন্য কথায়, ওয়াজিব বিষয়ের জন্য যেমন জবাবদিহি করতে হবে, তেমনি সুন্নতে মুয়াক্কাদার জন্যও জবাবদিহি করতে হবে। তবে ওয়াজিব তারাকার জন্য নির্দিষ্ট শাস্তি রয়েছে এবং সুন্নতে মুয়াকাদা বাদ দিলে তা কখনো কখনো মাফ করা যায়। তবে শাস্তিও পেতে পারেন।

আল্লাহই ভালো জানেন

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture