Q/AScholar BanglaSheikh Ahmad Ullah
রোজার জন্য মুখে নিয়ত করা কি জরুরী
রোজার জন্য কোন নিয়ত মুখে করা জরুরি নয়। এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, নবী করিম সাঃ বা সাহাবীরা কেউ রোজার নিয়ত মুখে কেউ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়না।
নিয়ত মানে হলো মনের ইচ্ছা, সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে, সেহরি খেতে উঠেছেন এটুকুই যথেষ্ট।