Q/A

বেতের নামাজ কি কোনো সময়ে জামায়াত করা যাবে

শুধু রমজান মাসে বিতর নামাজ জামাতে পড়া জায়েয অন্য সময় বিতের নামাজ জামাতে পড়া মাকরুহ।
রমজানে বিতরের নামাজ জামাতের সাথে পড়া সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। এমনকি একটি যয়ীফ হাদিসে পাওয়া যায় যে, রাসূল (সা.) রমজানে বিতরের নামাজ জামাতের সাথে পড়িয়েছেন। হাদিস শরিফে এসেছে,

عن جابر بن عبد الله، قال: خرج النبي – صلى الله عليه وسلم – ذات ليلة في رمضان ‌فصلى ‌الناس ‌أربعة ‌وعشرون ركعة وأوتر بثلاثة

‘জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) রমজানের এক রাতে ঘর থেকে বের হয়ে এলেন এবং লোকদেরকে নিয়ে বিশ রাকাত তারাবী ও তিন রাকাত বিতর পড়ালেন।’ [আল মাওসুআতুল হাদিসিয়্যাহ, হাদিস: ৪২৮১]

অন্য আরেক হাদিসে এসেছে,

كَانَ ‌أُبَيُّ ‌بْنُ ‌كَعْبٍ ‌يُصَلِّي ‌بِالنَّاسِ ‌فِي ‌رَمَضَانَ ‌بِالْمَدِينَةِ عِشْرِينَ رَكْعَةً، وَيُوتِرُ بِثَلَاثٍ

‘উবাই ইবনে কাব (রা.) মদীনায় লোকদের নিয়ে বিশ রাকাত তারাবী পড়াতেন এবং তিন রাকাত বিতর পড়াতেন।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৭৬৮৪]

আল্লামা ইবনে তাইমিয়্যাহ (রহ.) বলেন,

‘রমজান মাসে আলী (রা.) কারীদেরকে ডেকে তাদের একজনকে বিশ রাকাত তারাবীর নামাজ পড়াতে বলতেন। আর বিতরের নামাজ আলী (রা.) নিজেই পড়াতেন।’ [মিনহাজুস সুন্নাহ ৮/৩০৮]

লিখেছেন

Picture of আমির হামজা সিদ্দিক​

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture