Q/ASheikh Ahmad Ullah
মেয়েরা লেডিজ গেঞ্জি পরে নামাজ পড়তে পারবে কি
মেয়েরা কি লেডিস গেঞ্জি পড়ে সালাত পড়তে পারবে কি?
মেয়েরা লেডিস গেঞ্জি পড়ে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পড়ে তার পুরো শরীর ঢাকতে হবে। কারণ এ গেঞ্জি গুলো সাধারণত পর্দার সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার, সেটা পুরোটা ফিলাপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমন্ডল এবং দুহাতের কব্জি ছাড়া পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, চুল গুলু ঢেকে রাখবেন।