Q/A

রিযিক ও চাকুরী পাওয়ার বিশেষ আমল

আমি ব্যাংকার হিসেবে কর্মরত ছিলাম। উচ্চতর পড়াশোনার জন্য এবং মূলত হারাম উপার্জন থেকে দূরে থাকার জন্য এ চাকরি টি স্ব-ইচ্ছায় ছেড়ে দেই। এখন আমি সম্পূর্ণ কর্মহীন অবস্থায় আছি। কোন কাজ ই জুটাতে পারছিনা। হালাল রুজি/ জীবিকার কোন আমল থাকলে জানাবেন।

জবাব : ইন্না লিল্লা‌হি ওয়াইন্না ইলাই‌হি রাজেউন! আল্লাহ তাআলা আপনার জন্য দ্রুত হালাল রু‌জির ব্যবস্থা করে‌ দিন। আপ‌নি কয়েক‌টি কাজ করতে থাকুন :

১) জামাআতের সাথে সুন্দর করে ফরয নামাযগু‌লো আদায় করুন।
২) চাকু‌রিকে উ‌দ্দেশ্য করে সালাতুল হাজত নফল নামায পড়ুন। কারণ, নামাযের এ‌হেতেমাম দ্রুত রি‌যিক আনয়ন করে।

৩) কোনো বড় গোনাহর বদ অভ্যাস থাকলে প‌রিত্যাগ ক‌রুন। কারণ, গোনাহ যথাসময়ে রি‌যি‌ক পৌঁছতে বাধা সৃ‌ষ্টি করে।
৪) বে‌শি বে‌শি ই‌স্তিগফার করুন। ই‌স্তিগফার পেরেশানী দূর করে এবং রি‌যিক সুপ্রসন্ন ক‌রে।
৫) মা-বাবা আত্মীয় স্বজনদের খোঁজখবর নিন। কারণ, হায়াত ও রি‌যিক বৃ‌দ্ধিতে এর শ‌ক্তিশালী প্রভাব রয়েছে। এর সবই কুরআন সুন্নাহয় ব‌র্ণিত আমল
৬) সর্বাত্মক হালাল রোযকারের তালাশে লেগে থাকুন।
৭) আর এ দুআ নিয়‌মিত করুন :

رَبِّ إِنِّی لِمَاۤ أَنزَلۡتَ إِلَیَّ مِنۡ خَیۡرࣲ فَقِیرࣱ.
"‌হে আল্লাহ, তু‌মি আমার জন্য যে রি‌যিক না‌যিল করেছ, আ‌মি তার খুব মুখাপেক্ষী।"

হযরত মূসা আ. মিশর ছেড়ে যখন কেনান গমন করেন, তখন তি‌নি এ দুআ করেছিলেন। এ‌তে তাঁর জন্য আল্লাহ তাআলা ১০বছরের চাকুরির ব্যবস্থা করে দিয়ে‌ছিলেন। সাথে একটা বউ, তথা হযরত শুআইব আ. কন্যা!

পূর্ণ বিশ্বা‌স ও আন্থার সা‌থে আমলগু‌লো কর‌তে থাকুন। ইনশাআল্লাহ, দ্রুত রি‌যিকের ব্যবস্থা হ‌বে।

আর হাঁ, কিছু সময় তাবলীগ জামাআতের সাথে আল্লাহর রাস্তায় থেকে আসুন। অথবা কোনো আল্লাহওয়ালার, বিজ্ঞ জ্ঞানি আলেমের সাথে থাকুন বা সময় কাটান, অনেক কিছু আয়ত্ত করে নিতে পারবেন।
আল্লাহ তাআলা আপনার সহায় হোন।

লিখেছেন

Picture of সাইফুদ্দীন গাযী

সাইফুদ্দীন গাযী

‌শিক্ষকতা, দাওয়াহ, লেখালে‌খি, সস্পাদনা, খুতবা প্রদান

All Posts

‌শিক্ষকতা, দাওয়াহ, লেখালে‌খি, সস্পাদনা, খুতবা প্রদান

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture