Q/A
কোন ভাবে ভুলে গিয়ে সেজদা তিনটা দিয়ে দিলে কি করব
যদি কোন ব্যক্তি ফরয নামাযের এক রাকাতে ভুলে তিন সেজদা করে, তাহলে কি তাকে সাহু সেজদায় করতে হবে?
দুই সেজদার পরিবর্তে তিনটি সেজদা ভুলে করলে বা দিয়ে দিলে, তখন তার সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। বিখ্যাত তাবেয়ী আতা রাহ. বলেছেন
وَإِنِ اسْتَيْقَنْتَ أَنَّكَ قَدْ سَجَدْتَ فِي رَكْعَةٍ ثَلَاثَ سَجَدَاتٍ فَلَا تُعِدْ، وَاسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ
আপনি যদি নিশ্চিত হন যে আপনি এক রাকাতে তিনটি সিজদা করেছেন, তবে নামাযের পুনরাবৃত্তি করবেন না; পরিবর্তে সাহু সেজদা করে নিবে।
(মুসান্নাফে আবদুর রাজ্জাক ৩৫২৪)
আল্লাহই ভালো জানেন