Abdullahil HadiQ/A
হালাল খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ না বললে খাবার কি হারাম হয়ে যাবে
কোনও হালাল খাদ্য খাবার সময় যদি বিসমিল্লাহ বলা না হয় তাহলে কি ঐ খাবার খাওয়া হারাম হয়ে যাবে?
খাবার-পানীয় গ্রহণের শুতে ‘বিসমিল্লাহ’ বলা গুরুত্বপূর্ণ সুন্নত। কেউ তা ভুলে গেলে খাবার মাঝে যখনই স্মরণ হবে তখনই পাঠ করবে, ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু’। তাহলেই যথেষ্ট হবে। এটাও পড়তে কেউ ভুলে গেলে কোনও গুনাহ হবে না বা খাওয়াটাও হারাম হবে না। তবে ইচ্ছাকৃত ভাবে তা পরিত্যাগ করা উচিত নয়।