হাত পা ধরে ক্ষমা চাওয়া যাবে কিনা?
হাত জোড় করে ক্ষমা চাওয়া যাবে কিনা?
হাত পা ধরে ক্ষমা চাইব কেন আমরা, হাত পা ধরে ক্ষমা চাওয়ার কোন বিধান নেই, এই গুলা খ্রিষ্টানদের কাছ থেকে এই জাতীয় বিধান এসেছে।
আসলে দেখুন হাত জোড় করে ক্ষমা চাওয়া, ইসলামিক কালচার নয়, এটা হিন্দুদের কালচার। এই জন্য আপনি কখনো মুসলিমদের মধ্যে এটা দেখতে পাবেন না।
আমরা ক্ষমা চাইব এইভাবে মুখে, কোরআন এবং হাদিসে অনেক বর্ণনায় দেখায় যায় এইটা।