Q/AAbdullahil Hadi

স্বামী মৃত্যুবরণ করলে নাকফুল কানের দুল মালা খুলে ফেলা কি শিরক

স্বামী মৃত্যুবরণ করলে নাক ফুল, কানের দুল, হাতের চুড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি শিরক? এ প্রথা না কি হিন্দুদের থেকে এসেছে। এ কথা কি সঠিক?
স্বামী মৃত্যুবরণ করলে ইদ্দত পালনের সময় নাক ফুল, কানের দুল, হাতের চুড়ি, মালা ইত্যাদি সৌন্দর্য বর্ধক অলংকারাদি ব্যবহার করা জায়েজ নাই। কেউ আগে থেকে ব্যবহার করলে তা খুলে রাখবে। ইদ্দত অতিক্রম করার পরে পুনরায় সেগুলো পরতে পারে। কিন্তু এগুলো খুলে ফেলাকে শিরক বলা বা হিন্দু রীতি বলা মারাত্মক বাতিল ও ভ্রান্ত কথা। এমন কথা বলা জায়েজ নাই। কোনও আলেম এমন কথা বলে থাকলে তা অবশ্যই পরিত্যাগ করতে হবে।

হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মে সালামা রা. সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا لَا تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ، وَلَا الْمُمَشَّقَةَ، وَلَا الْحُلِيَّ، وَلَا تَخْتَضِبُ، وَلَا تَكْتَحِلُ
“কোনও মহিলার স্বামী মারা গেলে সে রঙ্গিন পোশাক, কারুকার্য খচিত জামা ও অলংকার পরবে না, খিজাব (চুল, হাত বা শরীরের অন্য কোথাও কলপ) ও সুরমা ব্যবহার করবে না।”
[সুনানে আবু দাউদ, অধ্যায়: ৭/ তালাক, পরিচ্ছেদ: ৪৬. ইদ্দত পালন কারিনী ইদ্দতকালে যা বর্জন করবে]

এ ব্যাপারে নিম্নে সম্মানিত ফকিহদের অভিমত তুলে ধরা হল:
বিখ্যাত ফকিহ ইমাম ইবনে আব্দুল বার রাহ. [মৃত্যু: ৪৬৩ হি.] বলেন,
”وأما الحلي والخاتم وما فوقه فلا يجوز للحاد لبسه
“গহনা, আংটি এবং তার উপরে যা আছে, ইদ্দত পালনকারী নারীর জন্য পরিধান করা জায়েজ নয়।” [আল কাফি ফী ফিকহি আহলিল মাদিনাহ, ২/৬২২]

আবু ইসহাক শিরাজি রাহ. [মৃত্যু: ৩৯৩] বলেন,
والإحداد : أن تترك الزينة ، فلا تلبس الحلي
“মহিলাদের শোক পালন হল, সাজসজ্জা পরিত্যাগ করা। সুতরাং গহনা পরিধান করবে না…।” [আত তানবিহ, ১/২০১]

অনুরূপভাবে বিখ্যাত হানাফি ফকিহ আবুল লাইস সামরকান্দি [মৃত্যু: ৩৭৩ হি.]ও মহিলাদের অলঙ্কার পরিধান থেকে বিরত থাকার কথা বলেছেন।
[তুহফাতুল ফুকাহা, ২/২৫১]
قال السمرقندي في تحفة الفقهاء (2 / 251): “تَفْسِير الْإِحْدَاد : هُوَ الاجتناب عَن جَمِيع مَا يتزين بِهِ النِّسَاء من الطّيب ، وَلبس الثَّوْب الْمَصْبُوغ ، والمطيب بالعصفر والزعفران ، والاكتحال ، والادهان ، والامتشاط وَلبس الْحلِيّ والخضاب ، وَنَحْو ذَلِك ” انتهى.

আধুনিক যুগের বিশিষ্ট ফকিহ সৌদি আরবের সাবেক প্রধান মুফতি শাইখ আব্দুল্লাহ বিন বায বলেন,
الأمر الثالث: عدم الحلي، لا تلبس الحلي لا الذهب ولا الفضة ولا ولا الماس ولا الخواتيم كلها لا تلبس شيء، وإذا كانت عليها تزيلها؛ لأن الرسول
ﷺ نهى عن لبس الحلي للمحادة.
“তৃতীয়ত: অলংকার ব্যবহার না করা। স্বর্ণ-রৌপ্য ডায়মন্ড আংটি ইত্যাদি কোন কিছু ব্যবহার করবে না। এগুলো তার শরীরে থাকলে খুলে ফেলবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক পালনকারিণী নারীর জন্য অলংকার ব্যবহার নিষেধ করেছেন।”

সুতরাং কোনও মহিলার স্বামী মারা গেলে ইদ্দত পালন কালীন সময় (গর্ভবতী না হলে চার মাস দশ দিন আর গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত) কোনও ধরণের সাজসজ্জা গ্রহণ, মেহেদি ও রং এর ব্যবহার, কানের দুল, নাকের ফুল, হাতের চুরি, গলার মালা ইত্যাদি পরিধান করা বৈধ নয়। কেউ পরে থাকলে তা খুলে ফেলবে। এটাই ইসলামের বিধান।

আল্লাহ আমাদেরকে দীনের সঠিক জ্ঞান দান করুন এবং সব ধরণের বিভ্রান্তি থেকে রক্ষা করুন। আমিন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture