আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য, কোন নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য নামাজের বাহিরে সেজদা দেয়া যাবে?
যদি এই সেজদা দেয়া যায়, তাহলে এর সঠিক নিয়ম কি?
আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য নামাজের বাহিরে আপনি একক বা সিঙ্গেল একটা সেজদা দিয়ে বা দুইটি সেজদা দিয়ে আপনি সেজদার মধ্যে আপনি চাইলেন, সে সুযোগ আছে।