শান্তি ও হিফাযাত কামনার দোয়া
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻰ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﻌَﺎﻓِﻴَﺔَ
“আল্লাহুম্মা ইন্নি আস’আলুক আল-আফ্যিয়াহ”
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ عَزَّ وَجَلَّ . قَالَ ” سَلِ اللَّهَ الْعَافِيَةَ ” . فَمَكَثْتُ أَيَّامًا ثُمَّ جِئْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ . فَقَالَ لِي ” يَا عَبَّاسُ يَا عَمَّ رَسُولِ اللَّهِ سَلِ اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ” . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَعَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ قَدْ سَمِعَ مِنَ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ.
আল-আব্বাস ইবনু আবদিল মুত্তালিব (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! এমন কিছু আমাকে শিখিয়ে দিন, যা আল্লাহ তা’আলার নিকট আমি প্রার্থনা করতে পারি। তিনি বললেনঃ আল্লাহ তা’আলার নিকট আপনি শান্তি ও হিফাযাত কামনা করুন। কিছু দিন যাওয়ার পর আবার গিয়ে আমি বললাম, হে আল্লাহর রাসূল! এমন কিছু আমাকে শিখিয়ে দিন যা আমি আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করতে পারি। তিনি আমাকে বললেনঃ হে আব্বাস, হে আল্লাহর রাসূলের চাচা! আল্লাহ তা’আলার নিকট আপনি পৃথিবী ও আখিরাতের শান্তি ও হিফাযত প্রার্থনা করুন।
সহীহঃ মিশকাত তাহকীক সানী (হাঃ ২৪৯০), সহীহাহ (হাঃ ১৫২৩)।
আবূ ঈসা বলেন, হাদীসটি সহীহ। আর বর্ণনাকারী আবদুল্লাহ ইবনুল হারিস ইবনু নাওফাল আল-আব্বাস (রাযিঃ) হতে প্রত্যক্ষভাবে হাদীস শুনেছেন।
আল-আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহু), রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর চাচা, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন —
“ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দু’আ শিখিয়ে দিন”
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন —
“হে আমার চাচাজান, বলুন:
আল্লাহুম্মা ইন্নি আস’আলুকা আল-‘আফ্যিয়া”
(ওহ! আল্লাহ, আমি তোমার কাছে ‘আফ্যিয়া চাচ্ছি”)
আফ্যিয়া কি?
যখন আমরা মহান আল্লাহ্’র কাছে আফ্যিয়া চাই তখন তা বুঝায় —
- যেকোন দু:খ-দর্দশা থেকে মুক্তির জন্য দু’আ
- সুস্বাস্থ্য অর্জনের জন্য দু’আ
- বেচে থাকার তাগিদে আর্থিক স্বচ্ছলতার জন্য দু’আ
- সন্তানের সুরক্ষার জন্য দু’আ
- শাস্তির পরিবর্তে ক্ষমা পাবার জন্য দু’আ
‘আফ্যিয়া অর্থ “ইয়া আল্লাহ, আমাকে সকল দু:খ, গ্লানি ও ভোগান্তি থেকে রক্ষা কর”
দুনিয়া এবং আখিরাতে উভয় যায়গায়ই।
আল-আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহু) খানিক চিন্তা করলেন এবং দিন কয়েক পরে ফিরে আসলেন এবং বললেন —
“ইয়া রাসূলুল্লাহ, এতো খুবই ছোট্ট দু’আ, আমাকে বড় কিছু শিক্ষা দিন”
তখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন —””ও আমার প্রাণপ্রিয় চাচা, আল্লাহ্’র কাছে আফ্যিয়া কামনা করুন, আল্লাহ’র কসম এর চাইতে উত্তম কোন জিনিস আপনাকে দেওয়া হবে না”
এটা খুবই ছোট্ট দু’আ, যার মাধ্যমে আমরা যা বুঝাই —
“ওহ! আল্লাহ, আমি পরিত্রাণ চাই মর্মপীড়া, বিষাদ, কষ্ট, ক্ষতি থেকে; আমাকে পরীক্ষা করো না”
রাব্বে ক্বারীমের কাছে এরকম সকল কিছুই আমরা চেয়ে থাকি এই বলে:”আল্লাহুম্মা ইন্নি আস’আলুকা আল-আফ্যিয়া”
[রিয়াদ্বুস স্বলেহীন, সুনান আত-তিরমিযী]
আত-তিরমিযী, খন্ড: ০৬, অধ্যায়:৪৫,
দু’আ অধ্যায়, হাদিস নং: ৩৫১৪।
তাহক্বীক: সহিহ