Q/A
যোহরের ফরজ নামাজে তাশাহুদ ২বার পড়লে সাহু সিজদা দিতে হবে কী
যোহরের ৪ রাকাত ফরজ নামাজে শেষ রাকাতে তাশাহুদ ২বার পড়লে সাহু সিজদা দিতে হবে কী?
কেউ যদি সালাতের শেষ রাকাতে দুবার তাশাহহুদ ভুলে পড়ে ফেলে, তাহলে কি তার জন্য সাহু সেজদায় ওয়াজিব হবে নাকি তার সালাত পূর্ণ হবে?
শেষ বৈঠকে তাশাহুদ দুইবার পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না।
কেউ যদি সালাতের শেষ বৈঠকে ভুলে তাশাহহুদ দুইবার পড়ে ফেলে, সে ইমাম হোক বা একাকী সালাত আদায়কারী হোক, তার উপর সেজদা সাহু ওয়াজিব নয়। তবে তাশাহহুদ একবার পড়ার নিয়ম। তাই ইচ্ছাকৃতভাবে এমনটি করবেন না।
(আল-মুহিতুল বুরহানি: ২/৩১৫; খুলাসাতুল ফাতাওয়া: ১/১৭৭; ফাতাওয়া খানিয়া: ১/১২১; ফাতহুল কাদির: ১/৪৩৯)