আল্লাহ্র প্রশংসা করে করে কোন দিন শেষ করা যাবে , না। এ জন্য কখনো কোন দিন যেন অভিযোগ না করি আল্লাহ্র কাছে । বেশী বেশী প্রশংসা করতে হবে। অভিযোগ করা যাবে না।
অনেকের অনেক দুঃখ অভিযোগ, যে আল্লাহ্ আমারে এইটা দিলো না ঐটা দিলো না। আমার পাশে সে বড় হয়ে গেল ও চাকরি পেয়ে গেল, ও ব্যবসায় উন্নতি করল, ও ভিসা পেল আমি পেলাম না। আফসোস, আফসোস করতে করতে মরবে। আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বারিধারা বাড়িয়ে দিবেন কে,
আল্লাহ্
এ জন্য আফসোস করব নাকি প্রশংসা করব ?
প্রশংসা করতে হবে।
অভিযোগ করব নাকি শুকরিয়া করব ?
বেশী বেশী শুকরিয়া করব।
আল্লাহ্ অনেক দিয়েছে ।