যমযম পানি দ্বারা মৃত ব্যক্তিকে গোসল দেয়া

যমযম পানি দ্বারা মৃত ব্যক্তিকে গোসল দেয়া হলে বা কাফনের কাপড় ধৌত করা হলে এতে কি মৃত ব্যক্তির কোন উপকার হয়? মানুষ মারা গেলে যমযম পানি দ্বারা গোসল করার ব্যাপারে কুরআন-সন্নাহয় কোন নির্দেশনা আসে নি। আর এতে কোন উপকারও নাই।

যদি মৃত ব্যক্তির ঈমান ও আমল ঠিক থাকে তাহলে যে কোন পানি দ্বারা গোসল দেয়া হোক না কেন-এমনকি কোন কারণে যদি গোসল দেয়া সম্ভব নাও হয় তারপরও ইনশাআল্লাহ সে মুক্তি পাবে।
পক্ষান্তরে ঈমান ও আমল সঠিক না থাকলে যমযম পানি দ্বারা গোসল দিলেও তা কাজে লাগবে না।

অনেক মানুষ আগে থেকে কাফনের ক্রয় করে তা যমযম পানি দ্বারা ধৌত করে প্রস্তুত রাখে এই নিয়তে যে, এ কাপড় দ্বারা তার কাফন দেয়া হলে কবরের আযাব থেকে মুক্তি পাবে। কিন্তু এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।
আল্লাহু আলাম

Exit mobile version