মানুষের উপকার করে কোন লাভ নেই

আমরা মাঝেমধ্যে একটা কথা বলি/শুনে থাকি।
মানুষের উপকার করে কোনো লাভই হয় না।

মানুষের উপকার করে কোন লাভ নেই?
আত্মীয়স্বজনের উপকার আত্মীয়স্বজনের উপকার।


এর মাধ্যমে আমরা মূলত বোঝাই যে, আমি একজন মানুষের উপকার করলাম।
তো,
• সে আমার প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেনি।
• সে পরবর্তীতে আমার ক্ষতি করেছে
• সে আমাকে কোনো একটা বিষয়ে সাহায্য করেনি..
ইত্যাদি ইত্যাদি…


তো, আমরা আসলে কি আশা করি?

আমরা তাদের উপকার করেছি, তাই আমরা প্রতিদান আশা করছি।

এবার আশা যাক, প্রতিদান নিয়ে।
প্রতিদান চাইতে সমস্যা নেই,
কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আপনি কার কাছে মূলত প্রতিদান চাচ্ছেন!
আপনি যদি ভালো কোনো কাজ করেন, সেটার প্রতিদান আপনাকে কে দেবে..??
আল্লাহ্


তাহলে আপনার উপকার পেয়ে আরেকজন আপনার সাথে কি করলো না করলো, সেটা কেন আপনি দেখতে যাবেন?
আপনার অনু পরিমাণ ভালো আমলের জন্যও আপনাকে আপনার রব ﷻ প্রতিদান দিবেন..
তাহলে কেন আপনি মানুষের অকৃতজ্ঞতায়, কৃতঘ্নতায় কষ্ট পাবেন?
আপনি কার সন্তুষ্টির জন্য ভালো কাজ করছেন?
সেটা একবার চিন্তা করে দেখুন।
তাদের নাকি আল্লাহ্ ﷻ এর?

মানুষের উপকার করে কোনো লাভ নেই - Islami Lecture
মানুষের উপকার করে কোনো লাভ নেই – Islami Lecture


নিজের নিয়তকে পরিশুদ্ধ করুন।
কারোর খারাপ আচরণের জন্য নিজের ভালো দিককে বিসর্জন দিবেন না।
আর অন্যজনের জন্য নিজের
সবসময় মনে রাখবেন আপনার মহান রবের সেই বানী..
“ভালোর প্রতিদান ভালো ছাড়া আর কি হতে পারে?”
(৫৫:৬০)

هَلْ جَزَاء الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ
সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?
সূরা আর রহমান
আয়াত-৬০

লিখেছেন

আরিফুল ইসলাম (আরিফ)

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কলম তাকে উজ্জীবিত করেছে স্বীয় বিশ্বাসের প্রাণশক্তি থেকে।
অনলাইন এক্টিভিস্ট, ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কলম তাকে উজ্জীবিত করেছে স্বীয় বিশ্বাসের প্রাণশক্তি থেকে।
অনলাইন এক্টিভিস্ট, ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে।

Exit mobile version