Writing

মাজহাব নিয়ে দশ প্রশ্ন

মাজহাব কাকে বলে?

উত্তর – কোর’আন-হাদিস থেকে গবেষণাকৃত ফিকহি মাসলা-মাসাইল এর সমাহারকে মাজহাব বলে ।

মাজহাব কেন?

উত্তর – শারীয়াতের সকল ফিকহি মাসাইলকে সু-বিন্যস্ত ও সকলের তরে সহজ ও স্পষ্ট করার জন্য।

মাজহাব মানতে হবে কেন?

উত্তর – ফিকহি মাসাইল সহজে ও সঠিক বুঝে আমল করার জন্য।

মাজহাব চারটা কেন?

উত্তর – শ্রেষ্ঠ চার ইমামের চারটা মত কোর’আন-হাদিসের আলোকে আবিস্কার হওয়ার জন্য।

মাজহাব একটা মানতে হবে কেন?

উত্তর – এক সাথে চারটা মানা অসাধ্য কঠিন ও অনৈক্য । একটা মানা সহজ ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

রাসূল সাঃ এর মাজহাব কি ছিলো?

উত্তর – রাসূল সাঃ এর মাজহাব ওহী ছিলো।

সাহাবাদের মাজহাব কি ছিলো?

উত্তর – দু’টি ছিলো। ক. রাসূলের বিদ্যমানে তাঁরই মাজহাব ছিলো। রাসূলের অবর্তমানে সাহাবাদের নিজস্ব ইজতেহাদ ছিলো।

তাবেয়ীদের মাজহাব কি ছিলো?

উত্তর – সাহাবাদের দেখানো পথ ও মত ছিলো। আর ছিলো নিজস্ব ইজতেহাদ।

ইমামদের মাজহাব কি ছিলো?

উত্তর – পূর্ববর্তীদের মাজহাব ও নিজস্ব ইজতেহাদ ছিলো ।

আমাদের মাজহাব কেমন?

উত্তর – উপরে বর্ণিত সকল মাজহাব তথা ওহী, রাসূল সাঃ, সাহাবা, তাবেয়ী ও ইমামদের মত ও পথ আমাদের মাজহাব হওয়ায় অত্যন্ত বৈশিষ্ট্যমন্ডিত।

সগ্রহিত
লিখেছেন
আব্দুল করিম আল মাদানী

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture