Q/ASheikh Ahmad Ullah
মহিলারা কি পুরুষ দর্জির কাছে জামা বানাতে পারবেন
মহিলারা পুরুষ দর্জি দিয়ে জামা কাপড় বানাতে পারবে। তবে জামার মাপ নেয়ার ক্ষেত্রে পুরাতন যে জামা আছে সেগুলো দিয়ে মাপ নেয়ার চেষ্টা করতে হবে। কোনো মেয়ে মানুষের শরীরে ফিতা দিয়ে স্পর্শ করে জামার মাপ নেয়া এটা পুরুষ দর্জির জন্য জায়েজ নেই।
আর সে সুযোগ দেয়া তার জন্য জায়েয নেই। ইসলাম আমাদেরকে সুমহান যে বিধান দিয়েছেন, এর মাধ্যমে আমাদেরকে আত্মসম্মানবোধ সম্ভ্রান্ত মানুষে পরিণত করতে চায় ইসলাম। এর জন্য যেকোনো কাজ আর দশজন নারী পুরুষ করতে পারলেও, সে কাজটি যদি আমাদের আত্মসম্মানবোধ বাদে। তাহলে একজন মুসলমান হিসাবে সে কাজটি করতে পারিনা।