Q/A

মশা শরীরে বা কাপড়ে বসলে কি নাপাক হয়ে যাবে?

বাথরুমের মশাগুলো নাপাকির উপর বসে থাকে। প্রশ্ন হলো, সেই মশাগুলো শরীরে বা কাপড়ে বসলে কি শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে?

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বাথরুমের মশাগুলোর শরীরে যে নাপাকি লেগে থাকে তা নিতান্তই সামান্য। যা চোখে দেখা যায় না। আর সকল মশার শরীরে নাপাকি লেগে থাকার বিষয়টিও নিশ্চিত নয়। তাই শুধু সন্দেহের কারণে শরীর নাপাক হয়ে যাবে না।

তাছাড়া শরীরে বা কাপড়ে এক দিরহাম সমপরিমাণের চেয়ে কম নাপাকি লাগলে তা নিয়ে নামাজ হয়ে যায়। যদিও নাপাকি লাগার বিষয়টি নিশ্চিতভাবে জানতে পারলে সেই স্থানটি পাক করে নেওয়াই হল ইসলামে শিক্ষা।

বুখারি শরিফের প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্থ উমদাতুল কারীতে এসেছে,
عن علي وبن مسعود أنهما قدرا النجاسة بالدرهم وكفى بهما حجة في الاقتداء
আলী (রা.) এবং ইবনে মাসউদ (রা.) নাপাক হওয়ার পরিমাণ নির্দিষ্ট করেছেন এক দিরহাম। আর মানার জন্য দলিল হিসাবে এই দু’জনই যথেষ্ট।’ [উমদাতুল কারী ৩/১৪০]

তাই বাথরুমের মশাগুলো শরীরে বা কাপড়ে বসলে শরীর বা কাপড় নাপাক হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture