শুক্রবারে মৃত্যুর কোনো ফজীলত আছে কি?
ভালো মৃত্যুর আলামত কি?
মৃত্যুর সময় চেহারা বিকৃতি কিসের আলামত?
শুক্রবারে মারা গেলে নাকি কেয়ামত পর্যন্ত কবরের আযাব হবে না। শুক্রবারে মৃত্যুর কোনো ফজীলত আছে কি?
জুমার দিনে কারো যদি মৃত্যু হয়। তাহলে এই মৃত্যু এর কোন বিশেষ ফজীলত বা মর্যাদা আছে কিনা আজ আমরা এই বিষয়ে কথা বলব, ইনশা আল্লাহ্।
এই বিষয়ে রাসুল করীম সা. এর কাছ থেকে বেশ কয়েকটি হাদিস বর্ণিত রয়েছে। তার মধ্য থেকে একটি হাদিস তিরমিজিতে বর্ণিত রয়েছে, যার ভাষ্য হল এই রকম
যার অর্থ হল, কোন মুসলিম যদি জুমার দিনে অর্থাৎ শুক্রবারে মৃত্যুবরণ করেন। জুমার রাতে মৃত্যু বরণ করেন অর্থাৎ বৃহস্পতিবার দিবা গত রাতে মৃত্যুবরণ করেন তাহলে সে ক্ষেত্রে আল্লাহ্ রব্বুল আলামিন তাকে কবরের যে ফিতনা পরীক্ষা বা আজাব তা থেকে হেফাজত রাখেন এবং নিরাপদে রাখেন।
এ হাদিস থেকে আমরা স্পষ্টত জানতে পারলাম যে, শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবা গত রাতে, বৃহস্পতিবার সন্ধা হলে