Writing

ব্যালেন্স

কারো গুছানো বাসা, দামী দামী জিনিসপত্র দেখলে এককালে কিনতে ইচ্ছা হতো। দুই তিনটা জিলবাব থাকার পরেও আমি এককালে জিলবাব কিনতে পছন্দ করতাম। বেপর্দা থাকাকালীন সময়ে নিত্যনতুন হিজাব পরতাম। আমার প্রায় অর্ধ-শত হিজাব ছিলো হয়তো। ঠিকই প্রতিমাসে রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমার টাকা জমানো হতো। বিলাসিতা করার সময় টাকা জমাতাম, কিন্তু সাদাকা করার জন্য আমার হাতে টাকা সংকট লেগেই থাকতো দেখতাম৷

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর কিছু কিছু অংশ পড়তে গিয়ে আমার টনক নড়লো। সাহাবী, সালাফগণের পারিবারিক অবস্থা আমাকে বেশ কয়েকবার ভাবিয়েছে। ঘরে আগুন জ্বলতো না, গুটিকয়েক কাপড়ে কয়েক বছর কাটিয়ে দেওয়ার মতোন কথাগুলো পড়তে পড়তে ভাবতাম আমার অবস্থান কোথায়! যুহদ আর আমাদের বিলাসবহুল জীবন নিয়ে ভাবতে ভাবতে একদিন ঠিক করলাম বদঅভ্যাস গুলোকে বদলে ফেলবো।

আস্তে আস্তে আমি অপ্রয়োজনীয় কেনাকাটা কমিয়ে দিতে লাগলাম। আমার কাছে একসময় মনে হলো ফিতনার সূচনা যখন এসকল পেইজ, পোস্ট তখন আনফলো করে রাখলে খুব একটা খারাপ হয়না। এছাড়াও এসকল পরিস্থিতিতে আমরা কী করতে পারি?

১. অবশ্যই মাথায় সেট আপ করে নিতে হবে যে, বিলাসিতা আর প্রয়োজনের মাঝে ব্যালেন্স করতে হবে৷ কেবল ভালো লাগলেই কেনা উচিত নয়, বরং এর কার্যকারিতা ভালো হলেই নেওয়া উচিত৷ এটা আমার প্রয়োজনীয়তা পূরণ করবে কিনা সেসব ভেবেও দেখা উচিত। শখের বশে না কিনে অন্যকে দিলে তাতে কিছু সওয়াব হবে ইন শা আল্লাহ।

২. অনেকে বলেন পরতে না পারলেও বাসায় কিনে রাখতে পারতাম যদি! যদি প্রয়োজন না হয় পরার তবে তা কিনে টাকা অপচয় করা অনর্থক নয় কি?
যদি ফেতনার সূচনা এসব ঘর সাজানো সামগ্রী, পর্দার পেইজ, ফেস কেয়ার প্রোডাক্ট হয়, তবে আনফলো অপশন চালু করুন আর নিজেকে বুঝান। শুধুমাত্র চোখের প্রশান্তি দিতে এসব, প্রয়োজন ব্যতীত দামি জিনিস কেনা অতিরিক্ত কেনা বা পেইজ ঘুরা সময় অপচয় আর ফায়দাহীন কাজ। এগুলা মেন্টাল প্রেশার তৈরি করে আমাদের মাঝে।

৩. সাপ্তাহিক বা মাসিক একটা অংশ সাদাকার জন্য সবার আগেই ভেবে রাখুন ইন শা আল্লাহ। এতে এটা সেটা কেনার অজুহাতে সাদাকা চাপা পড়ে যাবেনা ইন শা আল্লাহ।

৪. সাহাবীদের মতন চলতে পারব ব্যাপার টা এমন হয়তো নয়৷ বরং ব্যাপার হলো সাহাবীদের আদর্শকে জীবনে কতটুকু বাস্তবায়ন করার প্রচেষ্টা আমাদের মাঝে ছিল। কতটুকু নিয়ত এই অন্তর ধারণ করেছে তাই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা দেখবেন।

আমি এমন কিছু সঙ্গও পরিবর্তন করেছিলাম যাদের সাথে থাকলে দুনিয়ার সাজসজ্জায় হারানো ব্যতীত আর কোনো লাভই হতোনা৷ এদের সাজেস্ট করা কিছু পেইজে অনেক আপুর মাসে মাসে অর্ধ লাখ টাকার শপিং দেখে কেমন মেন্টাল প্রেশার আসতো তা বেশ অনুভব করেছিলাম। প্রয়োজনের অতিরিক্ত কিছু ভালো নয় আমার মতে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture