বিনা দাওয়াতে বিয়ের বা কোন অনুষ্ঠানে খাওয়া জায়েজ আছে কিনা?
আপনাকে যিনি দাওয়াত দেন না, আপনি তার বাড়িতে খেতে যান, এটা কোন ব্যাক্তিত্বে ধরে।
দাওয়াত দিলেই সেখানে যাওয়ার অনুমতি রয়েছে এবং তাই না রসূল (সা.) বলেছেন
একজন ব্যক্তি আরেক জনের বাড়িতে ৩ দিনের বেশী থাকতে পারবে না।
সেই দিক নির্দেশনা আছে, সেক্ষেত্রে আরেকজন যিনি তার দাওয়াতের মেহমান আছে সেখানে আপনি গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলেন, তাহলে ঐ ব্যক্তির যে আয়োজন সে আয়োজনের মধ্যে আপনি ত্রুটি করে দিলেন এবং সে ব্য
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلاَ تَقْتُلُواْ أَنفُسَكُمْ إِنَّ اللّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।
O you who have believed, do not consume one another’s wealth unjustly but only [in lawful] business by mutual consent. And do not kill yourselves [or one another]. Indeed, Allah is to you ever Merciful.
Surah An-Nisaa
Ayah 176