ভাত খাবার সময় ডান হাতে ভর রেখে বাম হাতে পানি খাওয়া যাবে কি?
ডান হাতে পানি খাওয়ার বিষয়টা রাসূল (ﷺ) বিশেষ ভাবে উদ্ভোদ করেছেন এবং বলেছেন বাম হাতে শয়তান পান করে এবং খায় সুতরাং এটা একটা খুবই strongly recommendation যাতে করে আমরা ডান হাতে খাবার খাই ডান হাতে পান করি।
নবী (ﷺ) বলেছেন, বাম হাতে পানাহার করবে না, কেননা শয়তান বাম হাতে পানাহার করে থাকে।
( মুসলিম ৫১৬০ । তিরমিযি ১৭৯৯ । আবু দাঊদ ৩৭৭৬ )
যেই ব্যাক্তি দুই হাতে পানি খাচ্ছে, বাম হাতে খাচ্ছে না ডান হাত লাগিয়েছে অথবা বর দিচ্ছে বা লাগাচ্ছে, সে ব্যাক্তি কিন্তু দুই হাতে খাচ্ছে এক হাতে খাচ্ছে না, বাম হাতে খাওয়া নিষিদ্ধ। হাদিসে রাসূল (ﷺ) নিষেধ করেছেন এবং সেটার জন্য বিশেষ ধমকিও দিয়েছেন এবং সেটা শয়তানের কারসাজি সেটাও আমরা জানি এজন্য বাম হাতে খাওয়া জায়েজ হবে না এতে কোন সন্দেহ নাই।
যেহেতু রাসূল (ﷺ) এর থেকে স্পষ্ট নির্দেশনা এসেছে তাহলে আমরা পারত পক্ষে ডান হাতেই খাব ও ডান হাতেই পান করব।
যদি কখনো সাহায্য লাগে বাম হাতের সেটা নিতে শরীয়তের কোন বাধা নেই, কারণ বাম হাতের সাহায্য নেয়ার অর্থ এই নয় যে বাম হাতে খেলাম। বরং সেটা ডান হাতে প্রাধন্য থাকছে। আর ডান হাত বাধ দিয়ে বাম সেটা কখনো একক ভাবে আমরা পানও করব না খাবও না।
কিন্তু যে ব্যাক্তি