সালাম এর নিয়ম হচ্ছে মানুষের সাথে দেখা হয় তাকে সালাম দিতে হয়। যে জিনিস জ্বর পদার্থ এটা কি সালাম দেওয়া ইসলামে কোনো নীতি নেই। বই পা লাগলে সালাম করতে হবে না, কারো শরীরে পা লাগলেও সালাম করতে হবে না। সবকিছু ভিতর আমার একটা সালামের পদ্ধতি খুঁজে নিয়েছি।
সালাম হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা একটি শরয়ি বিধান।
শরিয়া কুর্তি কিছু নির্ধারিত শব্দ এইখানে আছে এশব্দ এখানে ব্যবহারের কোন জায়েজ নাই।
আমরা এটাকে সালাম বানালাম হাত ছুঁয়ে বুকে লাগালাম আবার কেউ চুমা দে কারো গায়ে পা লাগলে আবার সেখানে হাত লাগিয়ে বুকে হাত লাগায় এগুলো সবই হচ্ছে ইসলাম এর বাহিরে নিয়ে নিজস্ব কালচার এবং এখানকার সংস্কৃতি এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটার কোন প্রয়োজন নাই।
অনেকে মাটিকে সালাম দেয়, অনেকে গাছকে সালাম দেয়, অনেকে বইয়ের সালাম দেয়। এগুলো ভুল বোঝাবুঝি বা ভক্তির অতিশয় কারণে করে থাকেন। যারা মনে করেন যে বইয়ের পা লেগে গেছে বা বই পড়ে গেছে সালাম করতে হবে কি করবে না করবে এটাই বুঝতে পেরে উঠে না এবং মানুষ করে ওঠে।