সালাতে সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি?
সালাতে সিজদায় বাংলায় দোয়া করা যাবে তবে এটা একটা বিতর্কিত মাসয়ালা অনেক ওলামা কেরাম বলেছেন সালাতে কখনোই বাংলা ব্যবহার করা যাবে না এমনকি দোয়াতেও না তবে আবার অনেক ওলামা গন বলেছেন সালাতের মধ্যে, যেহেতু রাসুল صَلَّى ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ বেশি বেশি দোয়া করতে বলছেন, এই দোয়া গুলু তার আরবীতে জানা নেই অতএব সে বাংলায় বা অন্য ভাষায় করতে পারে। এটা একটা শক্তি শালী মত।