Writing

নামাজ পড়তে বলা মানুষটা আপনার শত্রু নয়

আপনাকে নামাজ পড়তে বলা মানুষটা আপনার শত্রু নয়।
আপনাকে গান শুনতে নিষেধ করা, আপনাকে পর্দা করতে বলা মানুষটা আপনার শত্রু নয়।
হারাম সম্পর্ক পরিত্যাগ করা, অশ্লীল অন্যায় কাজে বিরত থাকতে বলা মানুষটা আপনার শত্রু নয়।

টাখনুর নিচে পোশাক পড়তে নিষেধ করা, আপনাকে জন্মদিন পালন, নববর্ষ পালন, মৃত্যুবার্ষিকী পালন, বিবাহবার্ষিকী পালন করতে নিষেধ করা মানুষটা আপনার শত্রু নয়।
আপনাকে ভালো কাজে উপদেশ দেওয়া এবং খারাপ কাজে নিষেধ করা মানুষটা আপনার শত্রু নয়।

প্রশ্ন জাগতে পারে আপনি কী করবেন, কী করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এদের এতো মাথাব্যথা কেন আপনাকে নিয়ে?
আসলে আপনি জান্নাতে যান কিংবা জাহান্নামে এতে তাদের কোনো লাভ-ক্ষতি নেই। তারা আপনাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চায়। এরাই হলো আপনার প্রকৃত বন্ধু

রাসূল ﷺ বলেছেন,
মানুষ তার বন্ধুর দ্বীনের উপর হয়। অতএব তোমাদের প্রত্যেককে দেখা উচিত যে, সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে।
(হাদীস সম্ভার:৩৪১২)

একজন সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ ﷺ ! বন্ধু বা সঙ্গী হিসেবে আমাদের মধ্যে কে সর্বোত্তম ?
রাসূলুল্লাহ ﷺ বললেন,

  • যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে;
  • যার কথা শুনলে ইলম বাড়ে;
  • যার আমালে আখেরাতের কথা স্মরন হয়।

(আত তারগীব ওয়াত তারহীবঃ ১/৮৯)

হায় আফসোস, যদি আপনি এটা বুঝতেন! আফসোস তাদের জন্য যারা এরকম প্রকৃত বন্ধুদের পেয়েও অবহেলা করে, ছোট করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। একদিন আপনি ঠিকই বুঝবেন কারা আপনার প্রকৃত বন্ধু ছিল!
কিয়ামতের দিন কিছু মানুষ আক্ষেপ করবে আর বলবে,

يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
হায় আমার দূর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।
(সূরা ফুরক্বান:২৮)

লিখেছেন

Picture of মাহমুদ হাসান

মাহমুদ হাসান

বস্তুত চোখ তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়।
(২২ঃ৪৬)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

বস্তুত চোখ তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়।
(২২ঃ৪৬)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture