যে কোন কিছু পান করার ক্ষেত্রে সুন্নাহ হলো বসে পান করা। নবীজীর (ﷺ) অভ্যাস এমনই ছিলো। তবে দাঁড়িয়ে পান করা হারাম বা নাজায়েজ নয়। দাঁড়িয়ে পানও জায়েয। কোন কোন আলেম অবশ্য দাঁড়িয়ে পান করাকে মাকরূহ বলেছেন।
নবীজী ﷺ থেকে উভয় পদ্ধতির প্রমাণ পাওয়া যায়। তবে কোন কোন হাদীসে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।
সহীহ মুসলিমে আসছে: আনাস রা. থেকে বর্ণিত: নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে পান করা হতে শাসন করেছেন।
[সহিহ মুসলিম, হাদিস নং ৫১৬৯]
অন্য হাদিসে আসছে: দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।
[মুসলিম ৫১৭০]
সুনান তিরমিজিতে আসছে. আমর বিন শুয়াইব এর দাদা বলেন: আমি নবীজীকে বসে-দাঁড়িয়ে উভয় অবস্থায় পান করতে দেখেছি।
[মেশকাত]
সংঘাত পূর্ণ হাদিসের সমাধানে ইমাম নববী রাহ. বলেছেন: নিষেধ সূচক হাদিসে মাকরূহে তানযীহী উদ্দেশ্য। আর দাঁড়িয়ে পানের বিষয়টি প্রিয়নবী জায়েয বুঝানোর জন্য করেছেন।
[আল-মাওসূআতুল ফিকহিয়্যা ২৫/৩৬৪]