জুমার খুতবায় ২ খুতবার মাঝখানে বসার হুকুম কি?
عَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ. قَالَ كَمَا يَفْعَلُونَ الْيَوْمَ
‘আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন: রাসূল (সা.) প্রথম খুতবা দাঁড়িয়ে দিতেন। এরপর বসতেন। এরপর আবার দাঁড়াতেন এবং দ্বিতীয় খুতবা দিতেন, যেভাবে আজ খুতবা দেওয়া হয়।’ [সহিহ মুসলিম, হাদিস:২০৩১}
রাসূল (সা.) এর পুরো জীবনের আমল এমনই ছিল। তারপর থেকে যুগ যুগ ধরে এমন আমলই প্রচলিত হয়ে আসছে। আর এটিই সুন্নত।